১৯৯৬ - ২০১২ শিক্ষাবর্ষের মাধ্যমিক শ্রেণির কয়েকটি বইয়ের PDF ফাইল। যেগুলো এনসিটিবির আর্কাইভে থাকা উচিত ছিল কিন্তু বাস্তবে পাওয়া যায়না। বিসিএস ও অন্যান্য চাকুরীর প্রস্তুতির জন্য বইগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমার সংগ্রহে থাকা বইগুলির Google Drive Download Link দিলাম। হয়তো আপনাদের উপকারে আসতে পারে। রাখতে পারেন আপনার সংগ্রহে।
১। মাধ্যমিক বাংলা ব্যাকরণ (১৯৯৬ - ২০১২ শিক্ষাবর্ষ ) প্রথম মূদ্রণ ১৯৯৬
অসংখ্য ধন্যবাদ ভাই অসাধারণ একটি কাজ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কল্যাণ দান করুন। প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর পুরাতন সংস্করণের (বিশেষ করে ১৯৭০-১৯৭৭ সনের) তবে ১৯৯৬ এর হলেও চলবে অন্যান্য বইগুলোর PDF পেলে খুব উপকার হতো ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই ।আপনাদের উপকারের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।মহান রব্বুল আলামীন আপনাকে উত্তম প্রতিদান দিক ।আপনার উপর অগণিত রহমত বর্ষিত হোক মহান রব্বুল আলামীনের। আপনাদের খেদমতটা অনেক মূল্যবান অনেক মানুষের উপকার হবে ভাই। আমারও অনেক উপকার হলো, অনেকদিন যাবত খুঁজতেছিলাম এই বইগুলো ।আলহামদুলিল্লাহ আজ পেলাম। ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই
উত্তরমুছুনঅসাধারণ একটি কাজ করেছেন।
মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কল্যাণ দান করুন।
প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর পুরাতন সংস্করণের (বিশেষ করে ১৯৭০-১৯৭৭ সনের) তবে ১৯৯৬ এর হলেও চলবে অন্যান্য বইগুলোর PDF পেলে খুব উপকার হতো ভাই।
ধন্যবাদ ভাই আপনাকেও। আপনার কাঙ্খিত পুরাতন সংস্করণ বইগুলো আমার কাছে নেই, দুঃখিত।
মুছুনBangla bakoron boi download hocche na vai
মুছুনঅনেক ধন্যবাদ
উত্তরমুছুনসৃজনশীল
উত্তরমুছুনসেরা ভাই সেরা +×÷<>_=[]
উত্তরমুছুনগ্রেট ওয়ার্ক
উত্তরমুছুনআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই ।আপনাদের উপকারের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।মহান রব্বুল আলামীন আপনাকে উত্তম প্রতিদান দিক ।আপনার উপর অগণিত রহমত বর্ষিত হোক মহান রব্বুল আলামীনের। আপনাদের খেদমতটা অনেক মূল্যবান অনেক মানুষের উপকার হবে ভাই। আমারও অনেক উপকার হলো, অনেকদিন যাবত খুঁজতেছিলাম এই বইগুলো ।আলহামদুলিল্লাহ আজ পেলাম। ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনওয়া আলাইকুমুস সালাম! অসংখ্য ধন্যবাদ
মুছুনBrother thank you so much.
উত্তরমুছুন১৯৯৬ সালের ৮ম শ্রেণির পাটিগণিত বইটা কি আছে?
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ ভাই
উত্তরমুছুন২০১৭ সালের রসায়ন বইয়ের pdf দিলে খুব উপকৃত হব
উত্তরমুছুনata apni NCTB er website e paben.
মুছুনআপনাকে অসংখ্য
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
Thanks bro
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ ভাই 💙
উত্তরমুছুন2015 সালের আগের নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই হবে আপনার কাছে?
আপনি কি এইসব বই ডাউনলোড করতে পেরেছেন?
মুছুনhaa
মুছুনAmi Bangla bakoron download dite parchi na vai
মুছুনআপনি কি প্রাইমারি লেভেলের বইয়ের পুরাতন কালেকশন দিতে পারবেন?
উত্তরমুছুন১৯৯৬-২০১২ এর বাংলা গদ্য, পদ্য বইগুলো পাওয়া যাবে?
উত্তরমুছুনবাংলা ব্যাকরণ ডাউনলোড হচ্ছে না।
উত্তরমুছুনভাই, যদি ক্লাস ৬-৯ কৃষিশিক্ষা বইগুলো দিতে পারতেনউপকৃত হতাম।
উত্তরমুছুনবাংলা ব্যাকরণ ২০০৬ সাল এর কোন বই আছে
উত্তরমুছুন২০১৬ সালের সকল বই গুলো কি হবে ৬ষ্ঠ শ্রেনির
উত্তরমুছুনক্লাস ১-৮ এর বইগুলো দিতে পারবেন?
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ।জীববিজ্ঞান এবং ব্যাকরণ বই গুগল ড্রাইভে ডাউনলোড হচ্ছে না।ফাইলে ডাউনলোড দেখায়।পরে ফাইল ওপেন হয় না
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ। ১৯৯৬ - ২০১২ শিক্ষাবর্ষের ৭ম শ্রেণীর সকল বই কি পাওয়া যাবে।
উত্তরমুছুনআপনি কি পেয়েছেন?
মুছুনভাই আমার কিছু ব্যবসায় শিক্ষা শাখার বই দরকার,২০০৬/০৭ সালের
উত্তরমুছুনগাণিতিক সমস্যাবলিসহ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই দরকার ভাই
উত্তরমুছুনহিন্দু ধর্ম শিক্ষা আমার দরকার
উত্তরমুছুনভাই 2014 সালের ব্যবসায় পরিচিতি বইটা পাওয়া যাবে?
উত্তরমুছুনহিন্দু ধর্ম শিক্ষা বইটি দরকার। দিতে পারবেন কি?
উত্তরমুছুনহিন্দুধর্ম বইটা খুব প্রয়োজন ছিলো।
মুছুনJazakallahu khairan.
উত্তরমুছুনসৃজনশীল আসার আগে আদিল এর সাধারণ গণিত ও জ্যামিতি গাইড বই আছে?
উত্তরমুছুনthank you
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ আপনাদের।
উত্তরমুছুন