৩ টি চমৎকার হামদ-এ-বারী তায়ালা লিরিকসহ ।। 3 Best Famous Bengali Hamd
৩ টি চমৎকার হামদ-এ-বারী তায়ালা লিরিকসহ
১। নীল আসমান সবুজ পৃথিবী
নীল আসমান সবুজ পৃথিবী
যাহার সৃষ্টি সব,
সকল তারিফ তাহারি জন্য
তুমি আমার রব।
যাহার সৃষ্টি সব,
সকল তারিফ তাহারি জন্য
তুমি আমার রব।
সৃজন করেছ চন্দ্র সূর্য
তোমার তো এ নিখিল।
তোমার তো এ নিখিল।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।।
আনতা লী নিঈমাল ওয়াকিল।।
তুমিতো দিয়েছ কত নিয়ামত
করিনা শোকর তার।
তোমার দেয়া সে জীবন বিধান
ভেঙ্গে চলি বার বার।(২)
করিনা শোকর তার।
তোমার দেয়া সে জীবন বিধান
ভেঙ্গে চলি বার বার।(২)
তবু তোমার ক্ষমার আশায়
দোয়ায় হই শামিল।
দোয়ায় হই শামিল।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।(২)
আনতা লী নিঈমাল ওয়াকিল।(২)
ডুবে আছি যত পাপাচারে আর
লোভ-লালসার ভিড়ে।
ভুলে গেছি সব নিষেধের বাণী
কী করে আসব ফিরে। (২)
লোভ-লালসার ভিড়ে।
ভুলে গেছি সব নিষেধের বাণী
কী করে আসব ফিরে। (২)
ওমর খালিদ হামজার দলে (২)
এ নাম কর শামীল।
এ নাম কর শামীল।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।(২)
আনতা লী নিঈমাল ওয়াকিল।(২)
বিতাড়িত সেই ইবলিশ আমায়
দেয়না সফল হতে।
ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে
টেনে নেয় ভুল পথে।(২)
দেয়না সফল হতে।
ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে
টেনে নেয় ভুল পথে।(২)
আমার হৃদয়ে তাঁর ছায়া যেন(২)
পড়ে না কোন একতিল
পড়ে না কোন একতিল
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।(২)
আনতা লী নিঈমাল ওয়াকিল।(২)
নীল আসমান সবুজ পৃথিবী
যাহার সৃষ্টি সব,
সকল তারিফ তাহারি জন্য
তুমি আমার রব।
যাহার সৃষ্টি সব,
সকল তারিফ তাহারি জন্য
তুমি আমার রব।
সৃজন করেছ চন্দ্র সূর্য
তোমার তো এ নিখিল।
তোমার তো এ নিখিল।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।।
আনতা লী নিঈমাল ওয়াকিল।।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।(৩)
আনতা লী নিঈমাল ওয়াকিল।(৩)
https://www.youtube.com/watch?v=IY9vtecdxA0
২। আল্লাহ তুমি অপরূপ...
আল্লাহ তুমি অপরূপ
না জানি কতো সুন্দর ।
তোমায় আমি সপেছি প্রাণ,
সপেছি এই অন্তর । ঐ
না জানি কতো সুন্দর ।
তোমায় আমি সপেছি প্রাণ,
সপেছি এই অন্তর । ঐ
তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে । (২)
তুমি আছো বুকের গভীর, গহিন ভিতর...
চাঁদ সুরুজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে । (২)
তুমি আছো বুকের গভীর, গহিন ভিতর...
আল্লাহ তুমি অপরূপ না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ....
এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান । (২)
তোমার পথে চলি যেনো সারাটি জীবন ভর.....
বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান । (২)
তোমার পথে চলি যেনো সারাটি জীবন ভর.....
আল্লাহ তুমি অপরূপ, না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান সপেছি এই অন্তর।(২)
আল্লাহ তুমি অপরূপ....
৩। জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ। (২ বার)
ঝরণা ছুটে চলে এঁকেবেঁকে
পৃথিবীর পটে কত ছবি এঁকে। (২ বার)
নদীর কলতানে
সাগরের গর্জনে। (২ বার)
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ। ঐ
বাগানে ফুটে ফুল রাশি রাশি
রাতেরই তারা ভরা চাঁদের হাসি। (২ বার)
গুণগুণ গানে ডেকে
মৌমাছি মধু চাকে। (২ বার)
ফুলে ফুলে করে হল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ (২ বার)। ঐ
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ। (২ বার)
ঝরণা ছুটে চলে এঁকেবেঁকে
পৃথিবীর পটে কত ছবি এঁকে। (২ বার)
নদীর কলতানে
সাগরের গর্জনে। (২ বার)
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ। ঐ
বাগানে ফুটে ফুল রাশি রাশি
রাতেরই তারা ভরা চাঁদের হাসি। (২ বার)
গুণগুণ গানে ডেকে
মৌমাছি মধু চাকে। (২ বার)
ফুলে ফুলে করে হল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ (২ বার)। ঐ
দখিনা বাতাস গায়ে পরশ বুলে
তার টানে পাল তুলে নৌকা চলে। (২ বার)
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে। (২ বার)
দাঁড় টেনে যায় মাঝি মাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ (২ বার)। ঐ
Youtube ভিডিও ডাউনলোডঃ
যেকোন Youtube URL কপি পেস্ট করুন নিম্নোক্ত সাইটে আর ডাউনলোড করে নিন mp3 অথবা mp4 ফরম্যাটের অডিও/ভিডিও ফাইল হিসেবে খুব সহজেই।
⇓
কোন মন্তব্য নেই