রূপালী ব্যাংক শিওরক্যাশ USSD মেনু ব্যবহার নিয়ে বিস্তারিত || Rupali Bank SureCash USSD Menu

 

প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্প (PESP) টাকা বিতরণ করা হয় রূপালী ব্যাংক পরিচালিত মোবাইল ব্যাংকিং সিস্টেম SURECASH এর মাধ্যমে। এখানে SURECASH এর USSD মেনু ব্যবহারের বিস্তারিত নিয়ে লিখছি।




আমরা যেমন bKash ব্যবহার করি SureCash টাও ঠিক একই রকমের একটি USSD সার্ভিস! ব্যবহারের নিয়ম bKash এর যে রকম এটি ও ঠিক একই রকমের! এখন সব অপারেটরের জন্য একই ডায়লিং কোড *495#। 



এবার আসি ঐ রুপালী ব্যাংক শিওরক্যাশ USSD মেনু কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত ব্যাখ্যায়:


*495# কোডটি ডায়াল করার পর RBL SureCash লেখা USSD মেনু আসবে।


এবার আসি ঐ মেনুটাতে কিভাবে কাজ করবেন সেই আলোচনায়:

১)ব্যালেন্স চেকঃ

*495# কোডটি ডায়াল করার পর RBL SureCash লেখা USSD মেনু আসবে।

Check Balance অপশনটি পাবেন  4 নাম্বার মেনুতে।
Answer key চেপে 4 টাইপ করে send করুন।

এবার bKash এর মত আপনার কাছে Please enter PIN to confirm চাইবে।
আপনি পিন হিসেবে 1234 (ডিফল্ট) অথবা আপনার পূর্বে সেট করা পিন টাইপ করে send করুন। 
রিপ্লাই এ আপনি ব্যালেন্স কত টাকা  আছে তা দেখতে পাবেন।

পুরো প্রক্রিয়াটি দেখুন এই ছবিতে



২) মিনি স্টেটমেন্টঃ

দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে মেনুটি নিয়ে  আলোচনা করব সেটি হচ্ছে মিনি স্টেটমেন্ট। 
এই মেনু ব্যবহার করে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার হাতের মোবাইল নাম্বারটিতে এ পর্যন্ত শিওরক্যাশ উপবৃত্তির টাকা কোন তারিখে কত পাঠানো হয়েছে তার বিস্তারিত। 
সাথে সাথে ঐ নাম্বারটিতে কোন তারিখে কত টাকা উত্তোলন অর্থাৎ CashOut করা হয়েছে তাও জানতে পারবেন! 

মনে রাখবেন যে যে এমাউন্টের পাশে Cr. লেখা আছে ঐগুলো টাকা Credit অর্থা জমার হিসাব আর যে যে এমাউন্টের পাশে Dr. লেখা থাকবে ঐগুলো টাকা উত্তোলনের হিসাব।

এখন আসি Mini Statement টা দেখবেন কিভাবে সেই কথায়:

*495# কোডটি ডায়াল করার পর RBL SureCash লেখা USSD মেনু আসবে।


Mini Statement অপশনটি আছে 5 নাম্বার মেনুতে।

Answer key চেপে 5 টাইপ করে send করুন।


এবার bKash এর মত আপনার কাছে Please enter PIN to confirm চাইবে।
আপনি পিন হিসেবে 1234 (ডিফল্ট) অথবা আপনার পূর্বে সেট করা পিন টাইপ করে send করুন।

রিপ্লাই এ আপনার নাম্বারটিতে কত তারিখে কত টাকা জমা বা উত্তোলন হয়েছে তার বিস্তারিত লগ দেখতে পাবেন।

পুরো প্রক্রিয়াটি দেখুন এই ছবিতে


৩)চেক এসএমএসঃ

তৃতীয় গুরুত্বপূর্ণ যে মেনুটি নিয়ে এবার লিখব সেটি হচ্ছে Check Sms মেনু। SureCash এর 8 নাম্বার এ থাকা ঐ মেনুটি দিয়ে আপনি আপনার নাম্বারে কোন সময়ে কোন এজেন্টের কাছ থেকে কত টাকা উঠানো হয়েছে তার বিস্তারিত Log পাবেন! 

*495# কোডটি ডায়াল করার পর RBL SureCash লেখা USSD মেনু আসবে।

Check অপশনটি পাবেন  4 নাম্বার মেনুতে।
Answer key চেপে 4 টাইপ করে send করুন।
এবার bKash এর মত আপনার কাছে Please enter PIN to confirm চাইবে।
আপনি পিন হিসেবে 1234 (ডিফল্ট) অথবা আপনার পূর্বে সেট করা পিন টাইপ করে send করুন।

Check SMS অপশনটি 8 নাম্বার মেনুতে পাবেন।
Answer key চেপে 8 টাইপ করে send করুন। 
এবার পিন চাইবে, 1234 টাইপ করে send করুন।

ফিরতি USSD রিপ্লাই এ টাকা উত্তোলনের বিস্তারিত Log আসবে।

লগটি দুই বা তিন পাতার হতে পারে,  N টাইপ করে send করে পরবর্তী পাতায় যেতে পারবেন।
আর P টাইপ করে send করে পূর্ববর্তী পাতায়  ফিরে আসতেও পারবেন।

পুরো প্রক্রিয়াটি দেখুন এই ছবিতে




যখনি কেউ টাকা পায়নি বা কম পেয়েছে এ রকম অভিযোগ নিয়ে আসে, তখন একটু সময় নিয়ে তার মোবাইল থেকে Surecash মেনু ডায়ালকোড ব্যবহার করে CheckBalance, Mini statement আর Check sms মেনু তিনটি চেক করে বিষয়টি কনফার্ম হোন।


পিন পুনরুদ্ধার বা অনুসন্ধানঃ

শিওরক্যাশ সংক্রান্ত যেকোন অনুসন্ধান বা পিন পুনরুদ্ধার  এর জন্য যোগাযোগ করুন নিম্নোক্ত হেল্পলাইন নম্বরে 16495। লাইন খোলা আছে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। 




শিওরক্যাশ অ্যান্ড্রয়েড অ্যাপঃ


এখন থেকে আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস চালিত স্মার্টফোনে শিওরক্যাশ একাউন্ট ম্যানেজ করুন খুব সহজে ।

নিচের প্লে স্টোর লিংক থেকে ইন্সটল করুন শিওরক্যাশ অ্যান্ড্রয়েড অ্যাপ

 https://play.google.com/store/apps/details?id=com.progoti.surecash&hl=en



অথবা নিচের অ্যাপস্টোর লিংক থেকে ইন্সটল করুন শিওরক্যাশ আইওএস অ্যাপ


https://apps.apple.com/us/app/surecash/id1223865145




৬৮টি মন্তব্য:

  1. CAsh out এ হাজারে কত করে ব্যায় হয় ??

    উত্তরমুছুন
  2. Go r Robi r code emn Kno kono simple code dilei to hoi baki sim gular Moto ato code ki Karo Mon. A thake all time 😥

    উত্তরমুছুন
  3. Amie Amer Number 01711281557 personal SureCash account open karat chi

    উত্তরমুছুন
  4. Amr shure cash ac te blce you are not register ami age tk lenden kreci ekhon ki krbo

    উত্তরমুছুন
  5. You are not registered bolar karon ki onk bar try kreci tao ek e dekhacce

    উত্তরমুছুন
  6. You are not registered bolar karon ki onk bar try kreci tao ek e dekhacce

    উত্তরমুছুন
  7. You are not registered bolar karon ki onk bar try kreci tao ek e dekhacce

    উত্তরমুছুন
  8. Amr shure cash ac te blce you are not register ami age tk lenden kreci ekhon ki krbo

    উত্তরমুছুন
  9. Amr shure cash ac te blce you are not register ami age tk lenden kreci ekhon ki krbo

    উত্তরমুছুন
  10. Surecash er office e call korar number koto? Jemon bkash er 16247

    উত্তরমুছুন
  11. আমার এজেন্ট চালু হচ্ছে না আজকে তিন মাস 01817260700_6

    উত্তরমুছুন
  12. ব্যাংক থেকে কি একাউন্ট খোলা যাবে??? কি কি লাগবে??

    উত্তরমুছুন
  13. খালি কাস্টমার কেয়ারে যেতে বলে!!
    বিরক্তিক!!!

    উত্তরমুছুন
  14. কলেজ ফ্রী দেওয়ার পর কনফার্ম মেসেজ আসে যদি কনফার্ম মেসেজ না আসে তাহলে কিভাবে বুঝবো ফ্রী দিয়েছি?

    উত্তরমুছুন
  15. সেই সিস্টেম জনগণকে সুন্দরভাবে কার্যক্রম দিতে পারো না সেই সিস্টেম চালু করে লাভ কি অযথা জনগণকে হয়রানি করা

    উত্তরমুছুন
  16. নতুন ছিম তুল্লে অ্যাকাউন্ট থাকবে?

    উত্তরমুছুন
  17. আমার শিওরক্যাশ এ্যাকাউন্টে ৭০০০ টাকা লাগবে কেউ আছেন কোনো এজেন্ট ভাই আমার শিওরক্যাশ নাম্বারে ৭০০০ টাকা দিতে পারবেন তাহলে প্লিজ আমার সাথে একটু ১মিনিট ফোন দিয়ে কথা বলুন।
    01732560425
    এটা আমার নাম্বার..... প্লিজ ভাইরা....???

    উত্তরমুছুন
  18. আমার শিওরক্যাশ আকাউন্টে আমি ঢুকতে পারছিনা,,
    *495# ডায়াল করার পর লেখা আসে,,

    উত্তরমুছুন
  19. Amar number diye 1 ta account khola hoyeche.....but ami janina....ekhon kii kora uchit?

    উত্তরমুছুন
  20. Amar number diye 1 ta account khola hoyeche.....but ami janina....ekhon kii kora uchit?

    উত্তরমুছুন
  21. Faltu account, surecash,ami loging karte partaci na&hot line call dia paoya jay na,kano response kre na,ku service dey

    উত্তরমুছুন
  22. শিউর ক্যাশ ভুয়া একটা সিস্টেম ১০০০ বার ডায়াল করেও হচ্ছে না জিপি থেকে

    উত্তরমুছুন
  23. amr account tah ageh asto akhn dekhaitache ai nmber account oi khula ni.amn kno holo????

    উত্তরমুছুন
  24. আমার একাউন্ট পিন নম্বর ভুলে গেছি। তাহলে আমার করনীয় কি?

    উত্তরমুছুন
  25. আমার একাউন্ট পিন নম্বর ভুলে গেছি। তাহলে আমার করনীয় কি?

    উত্তরমুছুন
  26. আমার একাউন্টা ব্লক হয়ে গিয়েছে। এখন কি করতে পারি। আপনার একটা পরামশ দেন

    উত্তরমুছুন
  27. Amar account ta suspend kora hoiche.Akhon ami ki korbo??
    Please sir Bolen??

    উত্তরমুছুন
  28. Skitto sim e SureCash account ase, but *495# dial korle invalid dekhay. Ekhon kivave taka ber korbo?

    উত্তরমুছুন
  29. Amar agent number pin block hoigese Ami help number e call diccci jacce na akhon Ami ki korbo

    উত্তরমুছুন
  30. Amr siktto sim e code nbr dile invalid dekhay.....tk tulte parchi na,pls help me

    উত্তরমুছুন
  31. টাকা আসছে আনেকদিন কিন্তুু টাকা এখন বের করতে পারি না কি ভাবে বের করবো

    উত্তরমুছুন

  32. আমারে স্কিটো সিমে কিছু টাকা আছে কিন্তু টাকাটা তুলতে পারতেছিনা কিভাবে তুলব

    উত্তরমুছুন
  33. স্কিটো সিমের টাকা কিভাবে তুলব??ভাই উত্তর দেন

    উত্তরমুছুন
  34. আমি নতুন একাউন্ট খুলতে চাই

    উত্তরমুছুন
  35. প্রাইমারি স্কুল থেকে কবে টাকা দিবেন

    উত্তরমুছুন
  36. বিকাশ থেকে শিওরকেশ এ টাকা পাঠানো যায় কি?

    উত্তরমুছুন
  37. আমার surecash একাউন্ট পেন্ডিং এ আছে কীভাবে ঠিক কোরবো

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.