EasyClip , Smart Android Clipboard Manager || ইজিক্লিপ, স্মার্টফোনের স্মার্ট ক্লিপবোর্ড ম্যানেজার
EasyClip || Smart ClipBoard Manager
EasyClip, A must have android clipboard manager
আজ একটি MustHave অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে লিখছি।
অ্যাপটি মূলতঃ একটি Smart Clipboard Manager। যেটির নাম EasyClip। EasyClip অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করা আছে মানে আপনি যখন যেখানে যে Text ই Copy করবেন তা AutoSave করে রাখবে এটি, যদি অ্যাপটির Monitor clipboard অপশনটি ON করা থাকে। এই ধরুন আপনি FB তে কোন পোস্টের Copy Text করলেন, ঐ পোস্টটি অটোসেভ করে রেখে দিবে ঐ EasyClip অ্যাপটি!
তাছাড়া এটা আপনার স্মার্টফোনে সবচেয়ে ভাল একটি Text Editor এর কাজ করে। আপনার যেকোন Message বা Status লিখতে এটা ব্যবহার করতে পারবেন, যা কিনা Copy করে Facebook, WhatsApp, Viber ইত্যাদি প্লাটফর্মে খুব সহজেই জুড়ে দিতে পারবেন।
আমি আমার যেকোন WhatsApp, Facebook অথবা Blog এর পোস্ট টাইপ করি এটা দিয়ে। গান, কবিতা অথবা যেকোন নোট, বাজার লিস্ট , যেকোন FB পোস্ট সবই এটাতে ক্লিপ করে রাখি।
অনেক দিন থেকে এই অ্যাপটি ব্যবহার করছি। দারুণ কাজের একটি সুপার অ্যাপ। আমার দেখা সবচেয়ে ভালো ক্লিপবোর্ড ম্যানেজার এটি।
তো EasyClip নামের এই সুপার স্মার্ট অ্যাপটি ব্যবহার করে আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে অারোও শাণিত করুন।
GooglePlayStore লিংক দিলাম এখানে
EasyClip Smart Android Clipboard Manager
অ্যাপটি হংকং এর easy4u এর ডেভেলপ করা, তাই ক্রেডিটের সব তাদেরই, আমি শুধু বের করতে পেরেছি এই চমৎকার অ্যাপটি এই যা।
ব্যবহারবিধিঃ
অ্যাপটি Install করার পর Settings>Preferences>Monitor clipboard অন করুন।নোটিফিকেশন বারে নোটিফিকেশন সর্টকাট দেখতে না চাইলে Settings>Notifications>Enable statusbar shortcut অফ করে দিন।
এই টিউনটি টাইপ করলাম ঐ EasyClip দিয়ে! তথ্যপ্রযুক্তি নিয়ে মেতে থাকি সবসময়, খুব ভালো লাগে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত টিপ্স শেয়ার করতে।
এইরকম আরো টিপ্স আর ট্রিক্স পেতে মাঝেমাঝে ঢুঁ মারবেন আমার ব্লগে এই শুধু কামনা....
কোন মন্তব্য নেই